হাইমচরে ’৮৬ বন্ধু মিলন মেলা

সমগ্র বাংলাদেশের বন্ধুদের সেতুবন্ধন তৈরি করে একে অপরের পাশে থাকতে হবে……..ইলিয়াস মোল্লা এমপি

হাইমচর ব্যুরো
হাইমচরে ‘৮৬ ব্যাচ বন্ধু সভায় প্রধান অতিথি ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস মোল্লা বলেছেন, বন্ধুসভার মাধ্যমে সব বন্ধুদের সাথে সেতুবন্ধন তৈরি করে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকবো। ‘৮৬ ব্যাচ এর সমগ্র বাংলাদেশের বন্ধুদের এক কাতারে আনবো। কোন বন্ধু বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো। আগামি ২১ জানুয়ারি সমগ্র বাংলাদেশের ‘৮৬ ব্যাচ বন্ধুরা একত্রিত হবো, সবাই সেখানে মিলিত হবো।
রোববার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ‘৮৬ ব্যাচ চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা নূর হোসেন পাটওয়ারীর আমন্ত্রণে বন্ধুসভায় হাইমচর উপজেলা পরিষদ ডাক বাংলো মাঠে ‘৮৬ ব্যাচ এর মিলন মেলায় দুপুরের ভোজন শেষে শুভেচ্ছা বিনিময় করেন ‘৮৬ ব্যাচ বন্ধু নাহিদ, আনোয়ার, মান্নান খান, চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর জেলা সভাপতি ও আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি গিয়াস কবিরসহ ‘৮৬ বন্ধুরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহ-সভাপতি এম এ বাশার, হুমায়ুন কবির পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদার, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ‘৮৬ ব্যাচ হাইমচর ও চাঁদপুরের বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ।
পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘৮৬ এর বন্ধুরা অংশ নেন। পুরো অনুষ্ঠানের সার্বিক আয়োজক ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এসএসসি ‘৮৬ ব্যাচ বন্ধু মো. নূর হোসেন পাটওয়ারী।

২১ ডিসেম্বর, ২০২১।