হাইমচর দলের ফুটবলার পারভেজ গুরুতর আহত


স্টাফ রিপোর্টার
চাঁদপুর স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলেতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৭) উদ্বেধনী দিনের শেষ খেলায় হাইমচর উপজেলা দলের পারভেজ পা ভেঙে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়তে। গত মঙ্গলবার বিকেলে উদ্বোধনী দিনের শেষে খেলায় অংশ নেয় হাইমচর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলা দল। খোলার চলাকালীন সময় ৫ মিনিট বাকি থাকতে বল ট্রেকিং করতে গিয়ে পারভেজের বাম পয়ের গোড়ালির উপর থেকে ভেঙে যায়। এ ঘটনায় মাঠে থাকা দর্শক ও অতিথিরা ভিষণভাবে মর্মাহত হন।
এ ঘটনার সাথে সাথে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান পাটওয়ারী খেলোয়াড় পারভেজকে অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য সদর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

১৯ সেপ্টেম্বর, ২০১৯।