সভাপতি খুরশিদ, সম্পাদক রহমান ও সাংগঠনিক দিপু
হাইমচর ব্যুরো
ব্যাপক আনন্দ ঘন পরিবেশে হাইমচর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. খুরশিদ আলম শিকদার, সাধারণ সম্পাদক পদে আ. রহমান রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক পদে সাহেদ হোসেন দিপুকে নির্বাচিত করা হয়।
গত শুক্রবার সকাল ১০টা হতে শুরু হওয়া প্রেসক্লাবের কার্যকারি কমিটির সভায় প্রেসক্লাব সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল ইসলামের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলমের পরিচালনায় সভায় উপস্থিত প্রেসক্লাব নেতৃবৃন্দ কমিটি গঠনের ব্যাপারে তাদের নিজস্ব মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন।
সভায় সভাপতি পদে মো. খুরশিদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ভোটের মাধ্যমে আ. রহমান রিয়াদ নির্বাচিত হন।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. ফারুকুল ইসলাম ও জিএম ফজলুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. ইসমাইল হোসেন ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, অর্থ সম্পাদক গাজি সুজন, প্রচার সম্পাদক মামুন হাসান, দপ্তর সম্পাদক শরিফ হোসেন, সম্মানীত সদস্য মো. মাজহারুল ইসলাম শফিক, মো. নুরুল ইসলাম, মুনচুর আহমেদ পাটওয়ারী, মাসুদ আলম রিয়াদ ও আবুল কালাম আজাদ।
প্রতিষ্ঠাতা সদস্য মাও. মো. আলি আকবর, মো. গোফরান হোসেন, জিএম জহির, আবু সুফিয়ান, জাহাঙ্গীর শিকদার, রাবেয়া বেগম, আমির হোসেন মানিক ও মঞ্জুর আলম।
কমিটি ঘোষণা শেষে হাইমচর প্রেসক্লাব ভবনে এসে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার, হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খাঁন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান।