হাজীগঞ্জে কাশিমপুর-মালিগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে কাশিমপুর-মালিগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য জন্মাষ্টমী শোভাযাত্রা বের করা হয়েছে। গত শুক্রবার সকালে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে উপজেলার কাশিমপুর ও মালীগাঁও এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা এবং হিন্দু ধর্মালম্বীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
কাশিমপুর-মালিগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ সাহাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জল দেবনাথের পরিচালনায় বর্ণাঢ্য উৎসব আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, জন্মাষ্টমী কমিটির উপদেষ্টা সদস্য ডা. প্রলয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক গৌতম দেবনাথ, মহাদেব দেবনাথ, সুমন দেবনাথ, নমিতা রানী, বলাই প্রমুখ।
এর আগে কাশিমপুর এলাকায় মালীগাঁও ও কাশিমপুর গ্রামের হিন্দু ধর্মালম্বীদের আয়োজনে এ দিন সকালে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কাশিমপুর থেকে মালীগাঁও হয়ে আবার কাশিমপুর বাজার হয়ে কাশিমপুর গ্রামের আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। এ সময় সহস্রাধিক হিন্দু ধর্মালম্বী উপস্থিত ছিলেন।

২৫ আগস্ট, ২০১৯।