মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বালুমহলে ৯ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ-রামগঞ্জ সেতু সংলগ্ন ৯টি বালুমহলকে সচেতনতার লক্ষ্যে ও ২টি বালুবাহী ট্রাকে ওভারলোডের দায়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গণউপদ্রব করার দায়ে সচেতনতার লক্ষ্যে ৯টি বালুমহলকে ১ হাজার টাকা করে নগদ ৯ হাজার টাকা ও ওভারলোডের দায়ে ২টি বালুবাহী ড্রামটাককে ২শ’ টাকা করে নগদ ৪শ’ টাকা জরিমনা করা হয়। এছাড়া আঞ্চলিক মহাসড়কে হ্যান্ড ট্রাক্টরে (ট্রলি) মালামাল পরিবহনের দায়ে দু’জন চালককে শাস্তিস্বরূপ রাস্তার পাশ থেকে বালু অপসারণের কাজে লাগানো হয়।
এ সময় রাস্তার পাশ থেকে বালু সরিয়ে নেয়া এবং ট্রাক ও পিকআপের বাড়তি বডি সরিয়ে ফেলার নির্দেশনাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে থানা উপ-পরিদর্শক (এসআই) মো. হাছানসহ সরকারি কর্মকর্তা এবং বালু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, ডিগ্রি কলেজ রোডের সামনে হাজীগঞ্জ-রামগঞ্জ রোড থেকে নিয়মিত বালু অপসারণসহ সতর্ক ও সচেতনতার লক্ষ্যে বালুমহল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়েছে।