
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় ক্যাম্পাসে বিরতিহীনভাবে একটানা ভোটগ্রহণ করা হয়।
অভিভাবক সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচনে ৮শ’ ১৮ জন ভোটারের মধ্যে ৫শ’ ৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৫শ’ ২ ভোট বৈধ, ৩১ ভোট অবৈধ বলে গণ্য করে নির্বাচন কমিশন। নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ী।
নির্বাচনে অভিভাবক সদস্য পদে ২শ’ ৬৯ ভোট পেয়ে ১ম আব্দুল হক মানিক, ২শ’ ৪৪ ভোট পেয়ে ২য় মো. মাকসুদুর রহমান, ২শ’ ৪৪ ভোট পেয়ে ৩য় জাহাঙ্গীর আলম রাজু এবং ২শ’ ৩৬ ভোট পেয়ে ৪র্থ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো. আব্দুস সোবহান।
নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ২শ’ ৪৪ ভোট পেয়ে যৌথভাবে মো. মাকসুদুর রহমান ও জাহাঙ্গীর আলম রাজু নির্বাচিত হওয়ায়, তাদের মাঝে লটারীর মাধ্যমে মো. মাকসুদুর রহমানকে ২য় এবং জাহাঙ্গীর আলম রাজুকে ৩য় অভিভাবক সদস্য নির্বাচন করা হয়।
নির্বাচন পর্যক্ষেণ করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ ও সহকারী মাধ্যমিক কর্মকর্তা মো. জাকির হোসেনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। থানা সেকেন্ড অফিসার একেএম হাসান মাহমুদ কবিরের নেতৃত্বে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন থানার অফিসারবৃন্দ।
০৯ সেপ্টেম্বর, ২০১৯।
