৫০ ভরি স্বর্ণ, ২৩৮ ভরি রূপাসহ আটক ২

এস এম সোহেল
চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের নিঝুম ভিলার নিচতলার বাসিন্দা সাইফুল ইসলামের বাসা থেকে চুরি হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অনন্তপুর থেকে মো. ইসমাইল ও কুমিল্লার চান্দিনা থেকে স্বর্ণ ব্যবসায়ী অমল দেবনাথকে আটক করেছে পুলিশ। একই সময় পুলিশ তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপাসহ চুরির কাজে ব্যবহার করা সরঞ্জামাদি উদ্ধার করে। আটক চোরদের পুলিশ আদালতে পাঠালে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতে প্রেরণ করা হবে। তাদের মধ্যে ইসমাইল আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে কুমিল্লাসহ অন্যান্য উপজেলায় মামলা রয়েছে। তাদের সাথে জড়িত অন্যদেরও আটক করার চেষ্টা অব্যাহত আছে।
আটক হওয়া ইসমাইল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার উজিরপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং অমর দেবনাথ একই উপজেলার আলিকামুড়া গ্রামের মনিন্দ্র দেবনাথের ছেলে। অমর দেবনাথ চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী।
এর আগে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে দুই চোরকে গ্রেফতার করেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রবসহ পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের নিঝুম ভিলার নিচতলা থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বাসার জানালা ও বারান্দার গ্রিল কেটে আলমিরা থেকে ২৬ ভরি স্বর্ণ, ২ ভরি রূপা, একটি ঘড়ি, একটি মোবাইল সেট ও ২ লাখ টাকা নিয়ে যায় চোরচক্র। এই ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ তাদের আটক ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয় এবং চুরি হওয়া মালামালও উদ্ধার করেন। এছাড়া পুলিশ চুরির কাজে ব্যবহৃত একটি গ্রিল ভাঙার রেঞ্জ উদ্ধার করেন।
সংবাদ সম্মেলনে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।