আনারস মার্কার গণসংযোগ ও পথসভা


আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে সদর উপজেলা পরিষদ হবে সেবা কেন্দ্র
———–মিজানুর রহমান কালু ভূঁইয়া
স্টাফ রিপোর্টার
আগামি ২৪ মার্চ আপনি আপনাদের স্বপরিবারে আত্মীয়-স্বজনদের নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করুন। কারো ভয় বা হুমকি ধমকিকে পরোয়া না করে স্থানীয় সরকার নির্বাচনকে মূল্যায়ন করে যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করুন। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আল্লাহর রহমতে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হবে সেবা কেন্দ্র। বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী গ্রাম হবে শহর, এই স্লোগানের আদর্শে উজ্জীবিত হয়ে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবে। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ। চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সাবেক সফল সভাপতি ও বর্তমান আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া বিভিন্ন গনসংযোগ, উঠোন বৈঠক ও পথসভায় এসব কথা বলেন এবং আনারস মার্কায় ভোট চান।
তিনি গতকাল সোমবার রাজরাজেশ্বর ইউনিয়ন বন্দুকশী বাজার, দেওয়ানগো বাজার, ঢালীর বাজার, মান্দের বাজার, লক্ষ্মীরচর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগ আহ্বায়ক নাজমুল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া, চাঁদপুর মৎস্য বনিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ইউসুফ বন্দুকসী, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শাহাদাৎ, সাবেক পৌর যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম প্রধানিয়া, মো. আমির হোসেন, ছমিদ গাজী, শুক্কুর ঢালী, মো. তাহের হোসেন গাজী, সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি সাইফুর রহমান মিশন ভূঁইয়া, পৌর ছাত্র লীগের সহ-সভাপতি আতিকুর রহমান সোহান, চাঁদপুর পৌরসভা ২নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. জলিল লস্কর, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন শান্ত ভূঁইয়া, সদর উপজেলা সাংস্কৃতিক সম্পাদক মো. হেলাল উদ্দীন মাঝি, গাজী মো. ওমর ফারুকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার ভোটাররা।