চাঁদপুর কোর্ট এলাকায় আইনজীবীকে মারধর

আইনজীবীরা ক্ষুব্ধ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা বারের আইনজীবী অ্যাড. কামরুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সামনের রাস্তার একদল চিহ্নিত দুষ্কৃতকারী তার উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে আইনজীবী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাড. কামরুল ইসলাম চাঁদপুর আদালত থেকে বেরিয়ে সামনের রাস্তায় আসলে তার উপর হামলা হয়। এ সময় হামলাকারীরা তাকে বেধরক মারধর করে। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
অ্যাড. কামরুল ইসলামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বাসারা এলাকায়।