পুরাণবাজারে যানজট নিরসনে পুলিশের ৭ দিনের আল্টিমেটাম

 

                         চাঁদপুর শহরের পুরাণবাজারে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজারে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর সদর মডেল থানায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।

তিনি বলেন, পুরাণবাজার যেহেতু একটি বানিজ্যিক এলাকা সেহেতু ব্যবসায় এবং জনসাধারণ এই দুই পক্ষের কথাই আমাদের চিন্তা করতে হবে। এজন্যে আমরা মিল মালিকদের প্রতি আরেকটু সচেতন হবার অনুরোধ করবো। যাতে করে অন্যান্য যানবাহন এবং পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে সমস্য না হয়। আগামি এক সপ্তাহের মধ্যে সেখানে যানজট নিরসনে শৃঙ্খলা না আনতে পারলে আমরা আইনগত ব্যাবস্থা নিবো।

সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন, ট্রাফিক বিভাগের টিআই ফয়সাল আহমেদ, চাঁদপুর চেম্বারের পরিচালক গোপাল সাহা, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশংয়ের সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম, জেলা রাইস মিল মালিক সমিতির আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব ফয়সাল হায়দার চৌধুরী, জেলা ট্রাক ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি হাজি আব্দুস ছমিদ মাঝি, সহ-সভাপতি মমিন মিয়া, জেলা ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মোশারফ হোসেনসহ পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মিল মালিক, চেম্বার অব কমার্স, ট্রাক মালিক, শ্রমিক এবং শিক্ষক প্রতিনিধিরা।

২৮ আগষ্ট ২০১৯