চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ড ছাত্রলীগের পরিচিত সভা

অতিউৎসাহী হয়ে কিছু করা যাবে না, যাতে ছাত্রলীগের বদনাম হয়
…………. জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ড ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের স্টেডিয়াম রোডস্থ ডেফোডিল স্কুল প্রাঙ্গণের মাঠে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, রাজনীতির জন্ম হয়েছিল সমাজের সমস্যা, দ্বন্দ্ব দূরীকরণ ও মানবকল্যাণের জন্য। ছাত্রলীগকে কেন আমরা গুরুত্ব দেই, কারণ হচ্ছে ছাত্রলীগ রাজনীতির শূতিকাগার। ছাত্রলীগের ভালো কাজগুলোর প্রচার কম হয়, খারাপ কাজগুলো মুখরোচক করে প্রচার করা হয়। এ দৃষ্টিভঙ্গি থেকে সবার বেরিয়ে আসা উচিত।
তিনি আরো বলেন, ছাত্রলীগ করতে হলে আগে ছাত্র হতে হবে। মাদকের মতো নোংরা জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে। ছাত্রলীগের এ দেশের বহু অর্জনে অগ্রণী ভূমিকা রয়েছে। অতিউৎসাহী হয়ে এমন কিছু করা যাবে না যাতে ছাত্রলীগের বদনাম হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব।
১২নং ওয়ার্ড পৌর ছাত্রলীগের সভাপতি মো. ইসমাইল পাটওয়ারী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজি, জেলা ছাত্রলীগের যুগ্ম-সস্পাদক জহির উদ্দিন মিজি, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম তালুকদারসহ ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।