চাঁদপুরে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী আটকে যৌথবাহিনীর অভিযান

স্টাফ রিপোর্টার
অস্ত্র ও চিহ্নিত সন্ত্রাসী আটকে চাঁদপুরে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে চলতি বছরের ৪/৫ আগস্ট চাঁদপুর জেলায় নিরীহ ছাত্র-জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সব অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে।
যৌথবাহিনীর একটি সূত্র জানায়, গত ৩ অক্টোবর বিকেলে ফরিদগঞ্জ উপজেলার কৃষ্ণপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় শফিউল ইসলাম রাজু নামে ১ জন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে সন্ত্রাসী রাজুকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

০৪ অক্টোবর, ২০২৪।