আ.লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁদপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। দুপুরে ঢাকার ধানমন্ডি দলীয় সভাপতির কার্যালয়ে মনোনয়ন জমা দানের আগে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, ইউপি চেয়ামরম্যান এইচএম হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক হাজি সফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক কাউছারুল আলম কামরুল, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।
নেতাকর্মীদের নিয়ে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মনোনয়ন পত্র জমাদান শেষে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাত করেন। এসময় তিনি মনোনয়ন জমাদানের স্লিপ ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার হাতে তুলে দেন।