মতলব দক্ষিণ ব্যুরো
মতলব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন- নরেশ সাহা ও সফিকুর রহমান প্রধান এবং সহ-সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেনঃ কামাল হোসেন, মো. শাহ আলম, মো. হানিফ প্রধান ও মহসিন সরকার। এ নির্বাচনে ১১টি পদের মধ্যে ২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন- সাধারণ সম্পাদক পদে মো. খোকন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম কাজী, ক্যাশিয়ার পদে গৌতম কুমার দে, সহ-ক্যাশিয়ার পদে মো. হযরত আলী, প্রচার সম্পাদক পদে মো. সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক পদে হাজী আলী আকবর।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন লক্ষী নারায়ণ সাহা, সদস্য বিপুল সাহা, বদিউর রহমান ও আনিছুর রহমান। ৭৩ জন ভোটার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন।