আলগী উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা


হাইমচর ব্যুারো
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও স্বেচ্ছাসেবক দলকে গতিশীল করার লক্ষ্যে হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি বোরহান উদ্দিন জোটন ও সাধারণ সম্পাদক জহির মিয়াজির যৌথ সাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক মো. মুনচুর আহম্মেদ, সদস্য সচিব মিলন কাজী, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন, ছাদেক পাটওয়ারী, আলমগীর মাঝি, জসিম পাটওয়ারী, আক্তার হোসেন, মনিরুল বাসার, রিপন কবিরাজ ও মো. হযরত আলী পাটওয়ারীকে মনোনীত করা হয়েছে।
ঐ কমিটিকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।