আলগী উত্তরে নৌকা মার্কার অফিসে দুর্বৃত্তের আগুন

হাইমচর ব্যুরো
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের ছৈয়াল মোড়ে নৌকা মার্কার অফিস ভাংচুর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তেরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শনিবার মধ্যরাতে কে বা কারা আলগী উত্তর ইউনিয়নের ছোট লক্ষীপুর মসজিদ বাড়ি মূল সড়কে অবস্থিত নৌকা মার্কার অফিস ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে অফিসের আসবাবপত্র, ব্যানার-পোস্টার আগুনে পুড়ে যায়। অফিসে আগুন দেয়ার সংবাদ পেয়ে নৌকা মার্কার প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে ধৈর্য ধরার অনুরোধ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ খাঁনের লোকজন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এ অফিসে আগুন লাগিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে আগুন দিয়ে পুড়িয়েছে। আমি শান্তিতে বিশ্বাসী, আমি কোন বিশৃংখলা চাই না। জনগণ ভোটের মাধ্যমে এ ন্যাক্কারজনক ঘটনার উচিত জবাব দিবে।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ও হাইমচর থানা পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ঐ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

০৩ জানুয়ারি, ২০২২।