স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা নাসিমা বেগম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজিউন)। গত সোমবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরের পাল পাড়াস্থ বাসায় তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান।
গতকাল মঙ্গলবার বাদ ফজর পালপাড়াস্থ জনস্বাস্থ্য প্রকৌশল জামে মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার দেবপুর মরহুম ফজর আলী মাস্টারের বাড়ি প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমা নাসিমা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমা নাসিমা বেগম চাঁদপুর সদর উপজেলার দেবপুর মরহুম ফজর আলী মাস্টারের মেয়ে এবং চাঁদপুর পুরাণবাজার আ. গফুর মিয়াজী বাড়ির সাবেক সমবায় ব্যাংক কর্মকর্তা মরহুম আ. হাই মিয়াজীর স্ত্রী।
মরহুমা নাসিমা বেগম মৃত্যুকালে ২ মেয়ে, নাতী-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার ছোট মেয়ে ফারজানা ইয়াসমিন কুমকুম হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রভাষক।