গ্রামীণ সড়কে কাজের অনিয়ম ফেসবুকে ভাইরাল
আহসান হাবীব সুমন
কচুয়ায় গ্রামীণ সড়কে কাজের অনিয়ম ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হওয়ায় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের হস্তক্ষেপে অবশেষে নির্বাহী প্রকৌশলীর তদারকিতে ভালোভাবে এগিয়ে চলছে সেই নব-নির্মিত রাস্তার কাজ।
গতকাল সোমবার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মনপুরা গ্রামের ভিতরে ২০১৫- ২০১৬ অর্থবছরে আড়াই কিলোমিটার সড়কে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে কাঁচা রাস্তা পাকাকরণের কাজ চলছিল। ঠিকাদার কাজের শুরু থেকেই নানা অনিয়ম ও নিম্নমানের ইট সামগ্রী (উপকরণ) দিয়ে কাজ শুরু করার ফলে দুই দিনে নব-নির্মিত সড়কের পিচসহ অন্যান্য কাঁচামাল উঠে গিয়ে ফাঁকা হয়ে যায় রাস্তা। এসময় স্থানীয়রা বিষয়টি প্রতিবাদ করে ফেসুবকসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ তুলে ধরে।
বিষয়টি উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের দৃষ্টিগোচর হলে তিনি সরেজমিনে পরিদর্শন করে এলজিইডি’র চাঁদপুরস্থ নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীকে রাস্তার অনিয়মের বিষয়ে ব্যবস্থাগ্রহণের নির্দেশ প্রদান করেন।
ফলে দু’দিন রবি ও সোমবার এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবর রহমানের সার্বিক নির্দেশনায় কচুয়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন একটি বিশেষ টিমের মাধ্যমে ভালভাবে ওই সড়কের কাজ করে চলছেন।
স্থানীয়রা ভালমানের কাজের অগ্রগতি দেখে উপজেলা চেয়াম্যানসহ স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।