কচুয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোটরসাইকেল না দেওয়ায়

কচুয়া ব্যুরো
পরিবারের কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাহসান তফাদার (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী। রোববার (১৪ মে) কচুয়া উপজেলার কাদলা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের আত্মীয়-স্বজনরা জানান, তাহসানের বাবা কচুয়া উপজেলার কাদলা গ্রামের সন্তান জামাল হোসেন বাদল তফাদার কন্ট্রাক্টর। বাদল সন্তানদের পড়ালেখা করার জন্য পরিবার নিয়ে কচুয়া পৌরসভায় ভাড়া বাসায় থাকতেন। এরই মধ্যে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে আসছিল তার ছেলে তাহসান।
গত শনিবার রাতে ঘটনার দিন তাহসান বাবার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে মোটরসাইকেল ক্রয় করার জন্য। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে মোটরসাইকেল কিনতে না পেরে মনের কষ্টে রাতে কচুয়া পৌরসভায় ভাড়া বাসার নিজের রুমে গিয়ে আত্মহত্যা করে। আশপাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে গতকাল রোববার সকালে কচুয়া থানার এসআই শামসুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
জানা যায়, তাহসান কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন কচুয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলে তার পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার আবদার করেছিল। তা না দেয়ায়, সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

১৫ মে, ২০২৩।