কচুয়া ব্যুরো :
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা ও চকমোহাম্মদপুর গ্রামে মোট ২শ’ ২৪টি পরিবারের মাঝে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
আওয়ামী লীগ নেতা মাস্টার মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানের পরিচালনায় বিদ্যুতায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, ইউপি সদস্য ওবায়েদ উল্লাহ প্রমুখ।

