
কচুয়া ব্যুরো
‘ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নিব’ এই স্লোগনে বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কচুয়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ’র সভাপতিত্বে এ সময় ভোটার দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, ওসি ওয়ালী উল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান হাজী আ. হাই মুন্সি, আব্দুস সামাদ আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদারসহ সাংবাদিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।