কচুয়ায় তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

বজ্রপাত থেকে রক্ষা পেতে

আহসান হাবীব সুমন
বাংলাদেশে এই প্রথম জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হতে বাঁচতে ও বজ্রপাত থেকে দেশকে রক্ষার্থে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। কচুয়ায় ধারাবাহিকতায় এই কর্মসূচির মধ্যে গতকাল শনিবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর-ডুমুরিয়া রাস্তার ঐশ্বনীর বটতলায় উদ্বোধন করেন শাহজাহান শিশির।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বৃক্ষ আমাদের প্রাণ, গাছ আমাদের অক্সিজেন। এই লক্ষ্যে গাছ লাগানোসহ, গাছের পরিচর্চা করা আমাদের সবার কর্তব্য। গাছ কথা বলতে না পারলেও তারও একটা প্রাণ আছে। ইতোপূর্বে কচুয়ায় যারা গাছে তাঁরকাটা মেরে ব্যানার-ফ্যাস্টুন লাগিয়েছে আমরা তা উপড়ে ফেলে গাছের জীবনকে সমৃদ্ধ করেছি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হতে বাঁচতে বজ্রপাত থেকে দেশ রক্ষার্থে তালগাছ রোপণ অপরিহার্য।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা যুবলীগের সদস্য মো. রাশেদ হোসাইন, স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন মিয়াজী, জহিরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক সামস্ মিঠু, যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন প্রধান ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউপি সদস্য মো. মানিক মিয়া।
নেতৃবৃন্দ দৃশ্যমান অবহেলিত এ ঐশ্বনী বটতলা এলাকায় উন্নয়নে পর্যটনের আওতায় আনার জন্য উপজেলা চেয়ারম্যান শাহজান শিশিরের প্রতি আহ্বান জানান।