কচুয়ায় বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতনকে লাল কার্ড প্রদর্শন


স্টাফ রিপোর্টার
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি কচুয়ায় আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে বাল্য বিয়ে, নারী, শিশু নির্যাতনকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় কচুয়া উপজেলা যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে মাছিমপুর পল্লী সমাজের ৮০ জন দরিদ্র নারী সদস্যদের মাঝে আয় বৃদ্বিমূলক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে প্রশিক্ষণার্থী নারীরা বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনকে লাল কার্ড প্রদর্শনের করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন।
এসময় আরো উপস্থিত ছিলেন কচুয়া পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, কচুয়া উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট অফিসার মো. শাহাজান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কচুয়া উপজেলা কর্মকর্তা জোলেখা আক্তার, মাছিমপুর পল্লীসমাজের সভানেত্রী উষা রানী বৈদ্যসহ পল্লীসমাজের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

০৭ আগস্ট, ২০১৯।