আহসান হাবীব সুমন
কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করতে গিয়ে ভিমরুলের কামড়ে কর্মকর্তাসহ দু’জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে উপজেলা রিসোর্স সেন্টার ভবনের পিছনে ইউআরসি’র ইনস্ট্রাক্টর তারেক নাথ মল্লিক ও অফিস সহকারী আবু ইউছুফ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
আগাছা পরিস্কার করার সময় আকস্মিকভাবে ভিমরুল দু’জনকে শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয়। এতে ঘটনাস্থলে দু’জনই জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় ওই পথ দিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা হোসাইন আহমেদ ও সুমন সিকদার অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।
সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহজাহাল শিশির, সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রুসুল, শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন ও তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন।
০৯ আগস্ট, ২০১৯।