কচুয়ায় মাদক ব্যবসায়ী আনোয়ার আটক


কচুয়া ব্যুরো
কচুয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ মো. রাসেলের নেতৃত্বে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল উপজেলার গুলবাহার বাজারে আনোয়ার হোসেনের দোকানে অভিযান চালিয়ে ৯ ক্যান বিদেশী বিয়ারসহ তাকে আটক করে।
গত বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে চাঁদপুরের আদালতে প্রেরণ করা হয়। মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন গুলবাহার গ্রামের বশির উল্লার ছেলে।