কৃষি শুমারী ২০১৯ উপলক্ষে শাহরাস্তিতে ব্যাপক প্রচার-প্রচারণা

নোমান হোসেন আখন্দ
‘কৃষি শুমারী সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এ স্লোগানে সারা দেশের মতো শাহরাস্তিতে কৃষি শুমারী ২০১৯ উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা লক্ষ্য করা হচ্ছে। এ উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ব্যাপক মাইকিং, মোবাইল ম্যাসেজ, ব্যানার, পোস্টারিং, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অবহিতকরণ সভা, উপজেলা কমিটির সভা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অনামিক ভদ্র জানান, বিভিন্ন মাধ্যমে আমাদের প্রচারণা অব্যাহত আছে। তবে মাইকিং প্রচারণা গণনার শেষ দিন আগামি ২০ জুন পর্যন্ত চলমান থাকবে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২২৪ জন গণনাকারী, ৩৫ জন সুপারভাইজার ও ৩ জন জোনাল অফিসার দায়িত্ব পালন করছেন। উপজেলার সব খানা প্রধানকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে গণনাকারীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ জুন থেকে শুরু হওয়া কৃষি শুমারী (শস্য, মৎস্য, ও প্রাণিসম্পদ) আগামি ২০ জুন পর্যন্ত চলবে।