খাদেরগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যানের ছেলে পানিতে পড়ে মৃত্যু

মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিমের দ্বিতীয় ছেলে শেখ মো. জুনায়েদ হোসেন (৩) পানিতে পড়ে মারা গেছে। গতকাল বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় ঘিলাতলী গ্রামের বাড়ির পাশর্^বর্তী পুকুরে পরে তার মৃত্যু হয়।
জানা যায়, শেখ মো. জুনায়েদ হোসেন অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে করতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এদিকে তার আত্মীয়-স্বজনরা তাকে না দেখে খোজাখুঁজি করে দেখতে পায় পাশের বাড়ির পুকুরের পাড়ে ভেসে আছে। তা দেখেই ডাক চিৎকার শুরু করলে আসপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য আলামিন ফরাজী তার বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে মরহুম জুনায়েদের পরিবারকে সান্ত¦না দেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বাদ আছর পশ্চিম বারগাঁও জামে মসজিদে মরহুম জুনায়েদ হোসেনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খাদেরগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিমের দ্বিতীয় ছেলে শেখ মো. জুনায়েদ হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, খাদেরগাঁও ইউপির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, উপজেলা যুবলীগের সদস্য জয়নাল আবদীন জয়, সদস্য কামাল হোসেনসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।