সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে হাইমচর থানা পুলিশের আয়োজনে চরভৈরবী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও বিট অফিসার এসআই নাহিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
এসময় তিনি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিংসহ অপরাধমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদক, ইভটিজিংসহ অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করলেই আইনী সেবা দিতে সহজ হবে।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ পরির্দশক (তদন্ত) সুব্রত কুমার সরকার, ইউপি সদস্য আলমাস বকাউল, ইউপি সদস্য দাদন প্রধানীয়া, সংরক্ষিত ইউপি সদস্য লীপী বেগম, লায়লা আঞ্জুমারা বানু এবং স্থানীয় বিট পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
৩১ জানুয়ারি, ২০২১।