স্টাফ রিপোর্টার
আনন্দ-উল্লাস আর উৎসব মুখরতায় চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। চারদিনের এ আনন্দ ভ্রমণ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি ও বিভিন্ন পর্যায়ের সদস্য এবং তাদের পরিবারের সদস্যসহ প্রায় দেড়শ’ সদস্য নিয়ে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। গত ৭ মার্চ রাত থেকে শুরু হয়ে ১০ মার্চ রাতে সম্পন্ন হয় এ আনন্দ ভ্রমণ। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন আনন্দ ভ্রমন দলের সদস্যরা। অংশগ্রহণকারী সকলে চমৎকার আনন্দ উপভোগ করেন। ৯ মার্চ রাতে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেসক্লাব সদস্য, তাঁদের সহধর্মিণী এবং সন্তানদের গান ও নৃত্য পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। সবশেষে আকর্ষনীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারী ৩৯টি পরিবারের প্রত্যেকে পুরস্কার পান। পুরস্কারগুলোও বেশ আকর্ষণীয় ছিলো।
এ আনন্দ ভ্রমণের নেতৃত্বে ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ২০১৯ সালের কার্যকরী কমিটির সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর এবং আনন্দ ভ্রমণ উদ্যাপন কমিটির আহ্বায়ক ওমর পাটোয়ারী ও সদস্য সচিব জিএম শাহীন। তাঁদের সার্বিকভাবে সহযোগিতা করেন প্রেসক্লাবের সব পর্যায়ের নেতৃবৃন্দ। ভ্রমণকারী দল ১০ মার্চ রাত ১১টায় চাঁদপুর এসে পৌঁছে।
চারদিনের এই আনন্দ ভ্রমণ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে শেষ হওয়ায় এবং নিরাপদে আবার চাঁদপুর পৌঁছায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং আনন্দ ভ্রমণ উদ্যাপন কমিটি।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন
Post navigation
