চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে যাত্রীদের দুর্ভোগ


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে ট্রেন যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ প্লাটফর্মটি গত কয়েক মাস আগে সংস্কার করা হয়েছে। সংস্কার কাজ করাকালে ঠিকাদাররা যাত্রীদের ট্রেনের অপেক্ষায় বসার জন্য পাথরের তৈরি যে পাকা বেঞ্চগুলো ছিল সেসব বেঞ্চ ভেঙে ফেলেছে। এখন এই কোর্ট স্টেশন প্লাটফর্মে যাত্রীদের বসার জন্য কোন স্থান নেই।
সকাল ৯টায় চাঁদপুর থেকে কুমিল্লা অভিমুখী কমিউটার ট্রেন ডেম্যুর জন্য ওয়েটিং ২টি রুমের মধ্যে থেকে ১টি রুম খুলে দেওয়া হয়। ট্রেনটি চলে গেলে ওই কক্ষটি পুনরায় তালা বন্ধ করে রাখা হয়। ১ম শ্রেণির বিশ্রামাগারটি কর্তৃপক্ষ ছাড়া খুলতে দেখা যায়নি।
দুপুরে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী সাগরিক এক্সপ্রেস ট্রেনটির যাত্রীরা দীর্ঘ সময় ধরে এই প্লাটফর্মে দাড়িয়ে থাকতে হচ্ছে। ২০১৮ সালের শেষের দিকে কাশেম কনস্ট্রাকশন এর কাছ থেকে কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মটি সংস্কারের কাজ স্থানীয় কয়েক ব্যাক্তি কিনে আনেন। পরবর্তীতে তারা সংস্কার কাজ করতে গিয়ে পূর্বের স্থাপিত পাকা বেঞ্চগুলোকেই ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। তখন ট্রেন যাত্রীরা ভেবেছিল সংষ্কারের পাশাপাশি নতুনভাবে বসার স্থান তৈরি করা হবে। কিন্তু সংস্কার কাজ শেষে দেখা গেল যাত্রীদের বসার জন্য কোন বেঞ্চ তৈরি করা হয়নি। তাছাড়া বৃষ্টি হলে প্লাটফর্মের উপর থেকে গড়িয়ে পড়া পানিতে যাত্রীরা ভিজে একাকার হতে হচ্ছে।
এছাড়া দীর্ঘ সময় অবস্থান করা যাত্রীরা বিশ্রামাগারগুলো বন্ধ পেয়ে প্রকৃতির ডাকে সাড়াও দিতে পারছে না। এতসব সমস্যার কারণে কোর্ট স্টেশন রেলওয়ে প্লাটফর্মে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।