স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় ইসলামী আন্দোলন কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবদীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর শহর শাখার সভাপতি মুহাম্মাদ আলমগীর দিদারের সভাপতিত্বে এবং মাও. আহসান উল¬াহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি আলহাজ মাও. নুরুল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. বেলাল হোসাইন রাজী, সদর উপজেলা সভাপতি মাও. মুহাম্মাদ নুরুদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
বাদজুমা শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে সম্মেলন শেষে হাফেজ মাও. আবু নাঈম মুহাম্মদ তানভীরকে সভাপতি, মুহাম্মদ মনির হোসাইনকে সহ-সভাপতি, মুহাম্মদ শরীফ হোসেন মৃধাকে সেক্রেটারি, মুহাম্মদ শাহাদাত হোসাইন ঢালীকে জয়েন্ট সেক্রেটারি এবং মাও. আহসান উল¬াহকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৯-২০ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।