চাঁদপুরে জাটকা নিধনের দায়ে ৯ জেলের ১ বছর করে কারাদন্ড


স্টাফ রিপোর্টার
চাঁদপুরের পদ্মা-মেঘনায় জাটকা ইলিশ নিধনের দায়ে ৯ জেলেকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর নৌ থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন।
আটক হলো- হাইমচর উপজেলার কালা বেপারী কান্দির মাইনুদ্দিন (২৬), নাজমুল (২২), হাসান (২৩), জসিম (১৯), আক্কাস (২৬), জসিম (২৬), আলী আজগর (২৮), আক্তার হাওলাদার (৩৮) ও সুরুজ সরকার কান্দির রাজু শিকদার (১৯)।
আলু বাজার পুলিশ ফাঁড়ির এএসআই কামাল উদ্দিন জানান, আলু বাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে সোমবার রাতে ফাঁড়ির পাশেই অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ নিধনের সময় ৯ জেলেকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত নৌকাটি পানিতে ডুবিয়ে দিয়ে ৬ হাজার মিটার জাল চাঁদপুর নৌ-থানায় নিয়ে আসা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয়।