মোহাম্মদ হাবীব উল্যাহ্
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে চমক নেই। পুরনো প্রার্থী অর্থাৎ বর্তমান এমপিদের উপর’ই আস্থা রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। গতকাল রোববার চাঁদপুরের ৫টি আসনে ৬ জন প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছেন তিনি।
এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন দু’জন প্রার্থী। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব আলহাজ মো. গোলাম হোসেন। দু’জন প্রার্থীর দলীয় মনোনয়নের বিষয়ে আলোচনা সবার মুখে-মুখে। চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকে দলীয় কর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনাসাধারণের মাঝে আলোচনার ঝড়। সবশেষে কে পাচ্ছেন এ আসনে দলীয় মনোনয়ন? তা দেখার অপেক্ষায় রয়েছেন চাঁদপুরবাসী।
গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ২৩০ আসনে চূড়ান্ত প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সম্ভবত বাকি ৭০ আসন পাচ্ছে মহাজোটের প্রার্থীরা। আজ সোমবার তাদের নাম ঘোষণা করা হতে পারে।
চাঁদপুরের অন্য সংসদীয় আসনগুলোতে দলীয় মনোনয়ন যারা পেলেন তারা হলেন : চাঁদপুর- ২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসন থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রিয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমান সংসদ সদস্য আলহাজ ড. শামছুল হক ভূঁইয়া ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
এর আগে জেলার সংসদীয় আসনগুলো থেকে ৪৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ৮ জন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ৮ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে প্রার্থী হতে ১৩ জন মনোনয়নপত্র কিনেন।
তাদের মধ্যে আলোচনায় ছিলেন চাঁদপুর-৩ আসনে কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজীত রায় নন্দী, চাঁদপুর-৪ আসনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-৫ আসনে চাঁদপুর-লক্ষ্মীপুর সংসদীয় আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড. নূরজাহান বেগম মুক্তা, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহা-পরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসেন, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জি. সফিকুর রহমান ও দুদকের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. এইচ সালাউদ্দিন।
এদিকে এখনো জোট প্রার্থীদের আসন নিশ্চিত না হওয়ায় মহাজোটের শরীক প্রার্থীরাও রয়েছেন আলোচনায়। তাদের মধ্যে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মহাজোট থেকে মনোনয়ন প্রত্যাশী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার প্রতীক) এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী ও সম্মিলিত জাতীয় জোট থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি প্রতীক) এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী।
এছাড়া যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে : এনার্জি রেগুলেটারী কমিশনের চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ ও আওয়ামী লীগ নেতা জাপান প্রবাসী ইঞ্জি. জসিম উদ্দিন।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বড় ছেলে আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. নূরুল আমীন রুহুল, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাকিয়া সুলতানা সেফালি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, শিল্পপতি এম ইসফাক আহসান ও কেন্দ্রিয় কৃষক লীগ নেতা আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী।
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসন থেকে : আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মারুফ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলহাজ মো. কামরুল হাসান রিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সদস্য ড. মো. হাছান খান ও মৎস্যজীবী লীগ নেতা আলহাজ রেদওয়ান খান বোরহান।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে : জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. এ কে এম মোস্তফা হোসেন, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, অ্যাড. নুর হোসেন বলাই, স্বাস্থ্য বিয়ষক উপ-কমিটির সদস্য ডা. বদরুন নাহার ভূঁইয়া, যুবলীগের সাবেক সদস্য মহিউদ্দিন খোকা ও আওয়ামী লীগ সমর্থক মো. মিন্টু।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে : হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, কেন্দ্রিয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যাপক এ.কে.এম ফজলুল হক, কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ড. এস এম মোস্তফা কামাল খান, কেন্দ্রিয় যুবলীগের যুগ্ম সম্পাদক নাসরিন জাহান শেফালি, কেন্দ্রিয় কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক সংসদ সদস্য আব্দুর রব মিয়ার বড় ছেলে খালেদুর রব মিঠু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আলহাজ আলী আহমাদ মাহমুদ।
এদিকে রোববার দলীয় প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শেষে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, যাদের মনোনয়নপত্র দেয়া হয়েছে তাদের কাছ মনোনয়ন প্রত্যাহারপত্রও নেয়া হয়েছে। কিছু কিছু আসনে টেকনিক্যাল কারণে দু’জনকে মনোনয়নপত্র দেয়া হয়েছে।