জাতির পিতার জন্মদিন উপলক্ষে জেলা পরিষদের ব্যাপক কর্মসূচি গ্রহণ


বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না
————আলহাজ ওচমান গনি পাটওয়ারী

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর জেলা পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছেঃ সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এরপর জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশ ও র‌্যালিতে যোগদান, ১০টায় চাঁদপুর জেলা পরিষদ মিলনায়তনে দিবসটির উপর আলোচনা সভা ও কেক কাটা এবং বাদ জোহর বাবুরহাট বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাঁর সুযোগ্য নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। জন্মদিনের এই ক্ষণে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।