স্টাফ রিপোর্টার
দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের শাশুড়ি আশরাফুন্নেছা বেগম আর বেঁচে নেই (ইন্না….. রাজিউন)। তিনি গতকাল রোববার সন্ধ্যা ৫টা ৪০মিনিটে কচুয়ার পালগিরী গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৫ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বড় ছেলে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (জীবন বীমা কর্পোরেশন) ডা. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার সকাল ১০টায় পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার স্বামীর কবরের পাশে দাফন করা হবে।
মরহুমার বড় ছেলে ডা. মো. আমিনুল ইসলাম অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (জীবন বীমা কর্পোরেশন) ও মেয়ে মোসাম্মদ ফেরদোসী আক্তার বেবী আইএফআইসি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি মরহুমার স্বামী বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কৃষি কর্মকর্তা আলহাজ আব্দুল লতিফ মিয়া বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার স্বামীর মৃত্যুর ১৫ দিন পর তিনিও গতকাল রোববার মৃত্যুবরণ করেন।
- Home
- প্রথম পাতা
- জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলমের শাশুড়ির ইন্তেকাল
Post navigation


