জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কচুয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

আহসান হাবীব সুমন
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় কচুয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম বৃহস্পতিবার থেকে মৎস্য সপ্তাহ সফল করতে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করেন।
মতবিনিময় সভায় কচুয়া উপজেলা তথ্য অফিসের সহকারী প্রোগ্রামার মো. মোশারফ হোসেনসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

১৮ জুলাই, ২০১৯।