স্টাফ রিপোর্টার :
গত ৮ ডিসেম্বর সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ ডা. দীপু মনি এমপির ৫৩তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মো. আবদুর রহমানের নেতৃত্বে দুপরে এমপির বাসভবনে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের উপদেষ্টা দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক আলহাজ অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, পরিষদের উপদেষ্টা ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাপ্তাহিক দিবাচিত্রের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, পরিষদের সাংগঠনিক সম্পাদক দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ এবং দৈনিক চাঁদপুর সময়ের প্রকাশক ও সম্পাদক এমকে এরশাদ উপস্থিত ছিলেন।
ডা. দীপু মনি এমপি অভ্যাগতদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের অগ্রযাত্রার শুভ কামনা করেন।