স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ চলচ্চিত্রের পুরানো দিনের গান ও নাচ নিয়ে বিশেষ অনুষ্ঠান ওল্ড ইজ গোল্ড এবং সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী।
শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতু মিয়া বেপারী সভাপতিত্বে এবং স্বরলিপি নাট্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্য নির্দেশক আকরাম খান, লিটন ভূঁইয়া, রাখাল চন্দ্র দত্ত, কাউন্সিলর মাইনুল ইসলাম পাটোয়ারী, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অ্যাড. নূরুল হক কমল, চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আরশাদ খান, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. বিশ্বজিৎ কর রানা, চাঁদপুর পৌরসভার সম্ভাব্য নারী কাউন্সিলর আয়েশা আক্তার শ্যামলী, বিশিষ্ট সমাজসেবক কানিজ আয়েশা কবিতা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইলিশ উৎসবের রুপকার হারুন অর রশিদ, চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মাসুদসহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মী ও সংগঠক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকার। আলোচনা সভা শেষে পুরনো দিনের গান ও নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
০৩ অক্টোবর, ২০১৯।