মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার অগ্রণী ব্যাংকের শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ব্যবসায়ী, গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ মো. মজিবুর রহমান মিলন মিঞার সভাপতিত্বে এবং অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার ম্যানেজার মো. রাশেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান গীতা মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. নান্নু মিয়া হাওলাদার, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাস্টার, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের (সিবিএ) চাঁদপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মো. তাফাজ্জল হোসেন, নারায়ণপুর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাকিম ডা. মো. বাকী বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিঞা মো. মামুুন, মো. নাছির উদ্দিন, বিল্লাল হোসেন, আনিসুর রহমান, মো. মহন, নোমান খান প্রমুখ।
ইফতারের আগে রোজার উপর গুরুত্বারোপ এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদের খতিব মাও. জয়নাল আবেদিন।
এসময় নারায়ণপুর বাজারের ব্যবসায়ী, গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।