স্টাফ রিপোর্টার :
দৈনিক চাঁদপুরজমিনের যুগ্ম-সম্পাদক, হাইমচর প্রেসক্লাবের সভাপতি ও ফরিদগঞ্জ প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুব আলম বাশারের তিন দফা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বাদ জোহর প্রথম নামাজে জানযা অনুষ্ঠিত হয় প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, দ্বিতীয় জানাযা বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড় দৈনিক চাঁদপুরজমিন কার্যালয় প্রাঙ্গণে এবং সর্বশেষ হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের উত্তর আলগী গ্রামের তহসিলদার বাড়িতে বাদ মাগরিব জানাযা অনুষ্ঠিত হয়।
পত্রিকা কার্যালয় প্রাঙ্গণে জানাযায় ইমামতি করেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ এ কে এম নেয়ামত উল্যাহ খান। জানাযার আগে বক্তব্য রাখেন সনাক সভাপতি চাঁদপুর কাজী শাহাদাত, চাঁদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি আব্দুর রহমান, দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক চাঁদপুরজমিনের ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক কেএম মাসুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার গাজী, বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাও. এবি সিদ্দিক পাটোয়ারী, বাগাদী দরবার শরীফের পীরজাদা মাহফুজ উল্যাহ খান, মাদরাসাতু ইশায়াতিল উলুমের প্রভাষক মাও. মোস্তাফিজুর রহমান, অ্যাড. হান্নান কাজী, ব্যবসায়ী ও পীরজাদা বরকত উল্যাহ খান, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু, দৈনিক চাঁদপুর সংবাদের নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, দৈনিক চাঁদপুরজমিনের যুগ্ম-সম্পাদক ও হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মহিউদ্দিন আল-আজাদ, দৈনিক চাঁদপুরজমিনের সহ-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, ফরিদগঞ্জ প্রতিনিধি মাছুম আলম তালুকদার, চৌরাস্তা বাজারের ব্যবসায়ী শাহজাহান রাজা প্রমুখ।
জানাযায় মরহুমের বড় ভাই শিক্ষক আবুল খায়ের, দৈনিক চাঁদপুর জমিনের মফস্বল সম্পাদক এমএম কামাল, বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মঞ্জু, মনির হোসেন সজীব, স্টাফ রিপোর্টার বাবু আলম, গাজী মো. ইমাম হাসান, চৌরাস্তা বাজার ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন ঢালী, নানুপুর পাম্প হাউজের মেশিন অপারেটর মো. আব্দুল হাই, চাঁদপুরজমিন হাসপাতালের টেকনিশিয়ন মো. শাহ আলমসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মরহুম মো. মাহবুব আলম বাশার দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠালগ্ন থেকেই হাইমচর প্রতিনিধি ও যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সাথে কর্মজীবনে প্রথমে হাইমচর ও পরবর্তীতে ফরিদগঞ্জ প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেন। এছাড়াও হাইমচর উপজেলা প্রেসক্লাবের একাধিকবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জানাযায় বক্তারা বলেন, মরহুম মাহবুব আলম বাশার তার দীর্ঘ কর্মজীবনে সবার সাথে ন¤্র ও বিনয়ের সাথে সম্পর্ক বজায় রেখেছেন। তারা কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় মাহবুব আলম বাশার পেটের পীড়াজনিত কারণে ব্যাথা অনুভব হলে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে অবস্থা উন্নতি না হওয়ায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৪৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব, দৈনিক অনুপমার সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।