বাবু হত্যার আসামি আমজাদ র‌্যাবের হাতে আটক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানার চাঞ্চল্যকর মোবারক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আমজাদকে রাজধানীর ডেমরা এলাকা হতে আটক করেছে র‌্যাব-১০।
গত শুক্রবার (৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় একটি অভিযান পরিচালনা করে গত ১৭ জুন মতলব উত্তর থানাধীন বাহাদুরপুর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মোবারক হোসেন বাবুকে গুলি করে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় রুজুকৃত হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি আমজাদ হোসাইন (পিতা মৃত গোলাম রসূল বেপারী, সাং চর ওয়েষ্টার, থানা মতলব উত্তর, জেলা চাঁদপুর, এ/পি মেরাজ নগর, রায়েরবাগ, থানা কদমতলী, ঢাকা) কে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন জানান, শনিবার (৮ জুলাই) দুপুরে র‌্যাব-১০ মতলব উত্তর থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

০৯ জুলাই, ২০২৩।