বিজয় মেলায় হাওয়াইন গীটার পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় পঞ্চম দিন রাত ৮টায় বাংলাদেশ হাওয়াইন গীটার পরিষদের মনোজ্ঞ গীটার সংগীত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার পক্ষ থেকে হাওয়াইন গীটার পরিষদকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে ঢাকা ও নারায়নগঞ্জের গীটার শিল্পীদের বিজয় মেলার বিজয় ম্যাগাজিন ও কোটপিন পড়িয়ে দেয়া হয়।
পরে বাংলাদেশ হাওয়াইন গীটার পরিষদের পরিবেশনায় গীটারের মাধ্যমে দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশন করা হয়। ‘ও আমার বাংলা মা তোর’ এই গানটির মধ্য দিয়ে বাংলাদেশ হাওয়াইন গীটার পরিষদের অনুষ্ঠান শুরু হয়।
এতে গীটার বাজিয়ে দর্শকদের মোহিত করেন- অমিত কুমার, দিলীপ ঘোষ, ফরহাদ আজিজ, আব্দুর রউফ, অংকন রানা, শরীফুর রহমান জুয়েল, অনিক দে, সফিউল্লাহ খোকন প্রমুখ।