মতলব উত্তরে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় গত সোমবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান, শাহিনা আকতার, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন, ছেংগারচর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বোরহান উদ্দিন প্রধান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, দেওয়ান আবুল খায়ের, মোসাদ্দেক হোসেন মুরাদ, একেএম শরীফ উল্লাহ সরকার, মো. নান্নু মিয়া, দেলোয়ার হোসেন দানেশ, আলী আক্কাছ বাদল, আজমল হোসেন চৌধুরী, লোকমান আহমেদ মুন্সি, আলহাজ আবু হানিফ দর্জি, সোবহান সরকার সুভা, মতলব উত্তর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা।
আইন-শৃংখলা সভা শেষ হওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আকতারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

১৮ সেপ্টেম্বর, ২০১৯।