মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল রোববার মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে মিছিলে মিছিলে মুখরিত ছিল জনসভাস্থল। বিকাল ৩টা ১৫ মিনিটে জনসভামঞ্চে উপস্থিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। তার পরপরই প্রধান বক্তা আওয়ামী লীগ নেতা ও ত্রাণমন্ত্রীর বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপুসহ বিশেষ অতিথিবৃন্দ আসেন।
এদিকে প্রধান অতিথি আসার আগেই মতলব দক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ড এবং মতলব পৌরসভায় ৯নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সব অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, ক্যাপ, ব্যাচ নিয়ে নৌকা মার্কার মিছিল করতে করতে মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠের বিশাল জনসভায় যোগদান করেন। নেতাকর্মী ও সমর্থকদের মিছিলে মিছিলে মুখরিত জনসভাস্থলে উপস্থিত জনসাধারণকে হাত নাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এছাড়া মতলব পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও ব্যানার, ফেস্টুন নিয়ে জনসভাস্থলে অংশগ্রহণ করেন।