শাহমাহমুদপুরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি লোকমান গাজীর মৃত্যু

সজীব খান

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লোকমান গাজী মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৮ এপ্রিল) ভোরে তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লোকমান গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহমাহমুদপুর ইউনিয়ন য্বুদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মো. রাসেল খান। তারা শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিরারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুম লোকমান গাজীর জানাযা বুধবার দুপুর ২টায় শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন সংগঠন, ব্যবাসায়ী, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

 

২৯ এপ্রিল, ২০২১।