শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


বাবুরহাটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের স্থায়ী ক্যাম্পাসে

স্টাফ রিপোর্টার
বাবুরহাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের স্থায়ী ক্যাম্পাসে চাঁদপুরের ড্যাফোডিল এডুকেশন নেটওর্য়াকের ৪টি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা ও ইংরেজী ভার্সন), বাবুরহাট ক্যাম্পাস ও চাঁদপুর ক্যাম্পাস এবং ড্যাফোডিল পরিচালিত পলিটেকনিক ‘বাংলাদেশ স্কিল ডেভেলেপমেন্ট ইন্সটিটিউট’ বাবুরহাট ক্যাম্পাসসহ ৪টি শাখার প্রায় ৮০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেয়। এছাড়াও চাঁদপুর সদর উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উক্ত কর্মশালায় আমন্ত্রিতিথ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকালে প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নূর খান। কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. জামশেদুর রহমান।
উক্ত প্রশিক্ষণ কর্মশালা পরিচালন করেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট বাবুরহাট ক্যাম্পাস জুনিয়র ইন্সেট্রাক্টর মো. মাজহারুল হক সোহান।
বাবুরহাট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ এর স্থায়ী ক্যাম্পাসে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণে ঢাকা থেকে আগত ৩ জন প্রশিক্ষক প্রশিক্ষন প্রদান করেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকার কারিকুলাম স্পেশালিষ্ট (এনসিটিবি) প্রফেসর ড. মো. আজিজুর রহমান (গণিত), প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী (ব্যবস্থাপনা), সহযোগী অধ্যাপক (বাংলা) মো. নাছির উদ্দিন।