হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও নির্বাচন হবে এ সংবাদ হাইমচরে বেশ কিছু দিন ধরেই সরগরম হয়ে উঠছে। নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার।
গত শুক্রবার কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হাইমচরের গাজীপুর ইউনিয়ন এবং নীলকমল ইউনিয়নের মাঝির বাজার, ঈশান বালা এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মোতালেব জমাদার।
এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে হাইমচরের সর্বত্র ব্যাপক উন্নয়ন ঘটেছে। হাইমচর উপজেলা আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে আমি উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সরকারের সব উন্নয়নমূলক কর্মকা-ে সম্পৃক্ত থেকে জনগণের সব পাপ্য ঠিক মত পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। নিজেকে কোন বদনামের সাথে জড়াইনি। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কার প্রতিক দিয়ে আপনাদের কাছে পাঠাবে বলে আমি আশা রাখছি। তাই সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামিদিনে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোট এবং দোয়া দেয়ার অনুরোধ জানাচ্ছি।
এসময় সাথে ছিলেন আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমেদ রাজা পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন বেপারী, মফিজ আখন, নাছির আহমেদ বেপারী, খাজা আহমেদ তালুকদার, আলমগীর মাঝি, আমানত উল্লা সরকার, হাবিব আখন, ছাত্রলীগ নেতা ইউনুছ মিজি, আবু তালেব বাবু জামাদারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতৃবৃন্দ।
পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনা করে মোতালেব জমাদারের উদ্যোগে হাইমচরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
০৪ সেপ্টেম্বর,২০১৯।