হাইমচরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

হাইমচর ব্যুরো
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গতকাল রোববার থেকে হাইমচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। হাইমচর উপজেলার আদর্শ শিশু নিকেতন জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪টি স্কুলের ১৯৭জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে।
স্কুলগুলো হলো- আদর্শ শিশু নিকেতন আলগী বাজার শাখা, বিশকাঠালি শাখা, রামপুর বাজার শাখা এবং এমজেএসকেএস বিদ্যা নিকেতন। গণিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া বৃত্তি পরীক্ষা আজ সোমবার পর্যন্ত চলবে।
পরীক্ষার কেন্দ্র সচিব হাসিনা বেগম জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা নিতে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আইন শৃংখলা রক্ষায় পুলিশ প্রশাসনের লোকজনও আমাদের সহযোগিতা করে আসছে। এ পরীক্ষার ফলাফল আগামি ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে।
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মো. মাজহারুল ইসলাম শফিক বলেন, বেশ ক’বছর ধরে শান্তিপূর্ণ পরিবেশে সুনামের সাথে আমাদের বৃত্তি পরীক্ষা হয়ে আসছে। আগামি দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।