হাইমচরে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সেবা প্রদান

হাইমচর ব্যুরো
অপসোনিন ফার্মার উদ্যোগে হাইমচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফ্রি ব্লাড গ্রুপিং, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান করে দুপুরের নাস্তা বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ২টা হতে শুরু হওয়া এ স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডা. সুরাইয়া মতিনের নেতৃত্বে একদল চিকিৎসক ২৫০জন শিক্ষার্থীকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। বিশেষ করে শিক্ষার্থীদের উচ্চতা, ওজন, নির্ণয়, রক্ত পরীক্ষা করে উপহার হিসেবে ভিটামিন ওষুধ ও টিফিন বক্স প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অপসোনিন ফার্মার রিজিওনাল সেল্স ম্যানেজার অনুপ কুমার, এরিয়া ম্যানেজার মফিজুর রহমান, মাকছুদুর রহমান, কোম্পানীর হাইমচর প্রতিনিধি মো. রাশেদ ও মো. তায়েফ।
এসময় সার্বিক সহযোগিতা করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।