হাইমচরে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত

সাহেদ হোসেন দিপু
‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হাইমচরে ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মুখ হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদর আলগী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুল ইসলামের সভপাতিত্বে ও মুক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিআরডিবি’র চেয়ারম্যান রেজাউল হক পেদা, উপজেলা জেলে প্রতিনিধি মানিক দেওয়ান, প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. নেছার আহমেদ।